آخر المنشورات

السبت، 5 أكتوبر 2024

কবিতা: আনন্দের মহল, কবি: প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত

 কবিতা: আনন্দের মহল,

কবি: প্রিয়াংকা নিয়োগী,

কোচবিহার,ভারত

তারিখ:05.10.2024

____________________

এসেছে দূর্গা পুঁজা,

আনন্দে মন ভরা,

ঘরে মনকে রাখা যায় না।

উড়তে ইচ্ছে করে,

এ প্যান্ডেল থেকে ঐ প্যান্ডেলে,

কারুকার্যের সাক্ষী থাকতে,

চোখের দৃষ্টি সুক্ষ্ম থাকে প্রতিটি আলোকে।



ليست هناك تعليقات:

إرسال تعليق